ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

একসঙ্গে সুমি শবনম ও সোনা মিয়া

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪

একসঙ্গে সুমি শবনম ও সোনা মিয়া

সুমি শবনম ও সোনা মিয়া

‘ভাল্লাগে’ খ্যাত শিল্পী সুমী শবনমের সঙ্গে একটি গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সিলেটের  আঞ্চলিক গানের কণ্ঠশিল্পী সোনা মিয়া। গানটির শিরোনাম ‘তুমি আমার প্রাণ পাখি’। শিল্পী সোনা মিয়ার ইউটিউব চ্যানেলে এটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী ইমদাদ খানের বিয়োগান্ত গল্পের ওপর গীতিকবি মুনসুর সানী গানের কথা মালা সাজিয়েছেন। এটির সুর করেছেন সুরকার ও কণ্ঠশিল্পী আকরাম খান।

এতে মডেল হিসেবে অভিনয় করেছেন কে এম সৈয়দ নিলয় ও সুমি আক্তার পলি। গানটি প্রসঙ্গে সোনা মিয়া বলেন, সুমি শবনম এ সময়ের জনপ্রিয় শিল্পী। তার সঙ্গে গানটি করতে পেরে ভালো লাগছে। গানটির কথা ও সুরে শ্রোতারা ভিন্নতা পাবেন।’

×