ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

বানভাসিদের নিয়ে মনির খানের গান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩, ১০ সেপ্টেম্বর ২০২৪

বানভাসিদের নিয়ে মনির খানের গান

মনির খান

প্রতি মাসেই নতুন নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। তবে এবার যে গানটি প্রকাশ করলেন সেটি বানভাসিদের জন্য বলে জানান তিনি। গানের শিরোনাম ‘বন্যায় মানুষ কেঁদে কেঁদে মরে’। এটি লিখেছেন গীতিকার আমিরুল ইসলাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন গোলাম সারোয়ার। মনির খানের নিজস্ব চ্যানেল ‘এমকে মিউজিক টুয়েন্টিফোর’-এ গানটি প্রকাশ হয়েছে।

এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘২০০৭ সালে সর্বপ্রথম আলম আরা মিনু, ফারজানা মিলি, গোলাম সারোয়ার এবং আমি সমবেত কণ্ঠে গানটি গেয়েছিলাম। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে গিয়ে বানভাসি মানুষের দুঃখ দুর্দশা দুচোখে দেখে এ গীতিকবিতার সঙ্গে হুবহু মিল খুঁজে পাই। তাই নতুনভাবে একক কণ্ঠে গেয়ে গানটি আবার গাইলাম। গানটি শুনলে আশা করি ভালো লাগবে সবার।’

গীতিকার আমিরুল ইসলাম বলেন, ‘এ গানের কথাগুলো বন্যাকবলিত মানুষের সীমাহীন দুঃখ, কষ্ট, ক্ষুধা, মৃত্যু, আর্তনাদ ও হাহাকারের চিত্র ফুটিয়ে তুলেছে। সব স্তরের মানুষের কাছে এটি একটি মানবিক আবেদন যেন তারা দুর্গত মানুষদের পাশে দাঁড়ান এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।’

×