ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বিয়েবাড়ির গল্পে ইয়াশ-ফারিণ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২, ১৩ জুলাই ২০২৪

বিয়েবাড়ির গল্পে ইয়াশ-ফারিণ

ইয়াশ রোহান ও তাসনিয়া ফারিণ

‘সিনেমা হইলে এতক্ষণে প্রেম হয়ে যেত’ সুন্দরী তরুণীর মুখে এমন কথা শুনলে যে কেউ একটু অন্যরকম হয়ে যাবে এটাই স্বাভাবিক। বিয়েবাড়িতে বোনের বান্ধবীর সঙ্গে ধাক্কার পর এমন একটি কথা শুনে অভিনেতা ইয়াশ রোহানও চমকে গিয়েছেন। আর তাকে এ কথাটি শোনালেন সুন্দরী নায়িকা তাসনিয়া ফারিণ। ঢাকা থেকে গ্রামে এসেছেন বান্ধবীর বিয়েতে।

আর সেই বিয়েবাড়িতে বান্ধবীর ভাইয়ের সঙ্গেই তার খুনসুটি শুরু হয়। মনে মনে বোকাসোকা ইয়াশ তাকে পছন্দও করেন। কিন্তু সুন্দরী ফারিণ কি তাকে ভালোবাসেন নাকি শুধু পছন্দ করেন? বিয়ের শেষে ফারিণ ঢাকায় ফিরে আসেন। এরপর বিয়েবাড়ির গল্প অন্যদিকে মোড় নেয়। ‘আহারে মন’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা দিলেন ইয়াশ রোহান ও তাসনিয়া ফারিণ। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। অপূর্ণ রুবেলের গল্পে নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। রঙ্গন এন্টারটেনমেন্ট চ্যানেলে এটি অবমুক্ত হয়েছে। নির্মাতা বলেন, এরই মধ্যে নাটকটির জন্য অনেকে প্রশংসা করেছেন। 
সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি। ফারিণ ও ইয়াশ দারুণ অভিনয় করেছেন। বিনোদনের সব রকম উপকরণ নাটকটিতে আছে।

×