ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

জীবনমুখী গানে শাহ্ হামজা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩১, ৯ জুলাই ২০২৪

জীবনমুখী গানে শাহ্ হামজা

শাহ্ হামজা

নতুন গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী শাহ্ হামজা। তবে এবার আর প্রেম ভালোবাসার গান নয়, প্রকাশ করলেন একটি জীবনমুখী গান। সমাজের চিত্র তুলে ধরলেন তিনি গানে গানে। এটির শিরোনাম ‘পাগল’।  এর কথাগুলো হলো-নিদর্শন এক কঠোর দুতি/ক্লান্ত হয়েছে জীবন অবধি/অসৎ সমাজের দারে দাঁড়িয়ে/ এক ভদ্র বেশি পাগল আমি...। এটি লিখেছেন সৈয়দ মোহাম্মদ খসরু আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। গানটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

গানটি প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, সমাজের দূষণের বিরুদ্ধে দাঁড়ানোর সংগ্রাম এবং যারা উজ্জ্বল পথের জন্য চেষ্টা করে তাদের জন্য বাস্তবতা অনেক কঠিন। আমি সমাজের সে চিত্র এ গানে তুলে ধরার চেষ্টা করেছি। এই গান, ১৯৯৭ সালে সম্পন্ন হয়েছিল কিন্তু প্রায় ২৭ বছর পর এটি মুক্তি পেল। গানটিতে আমার সঙ্গে বাজিয়েছেন প্রয়াত গোলাম ফারুক ও জাহিদ বাশার পংকজ।’

×