ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

দুই সিনেমায় আইশা খান

প্রকাশিত: ০০:৪৮, ২৩ মে ২০২৪

দুই সিনেমায় আইশা খান

আইশা খান

ছোটপর্দার চলতি সময়ের অভিনেত্রী আইশা খান। টিভি নাটকের বাইরে সিনেমাতেও কাজ করছেন তিনি। এ অভিনেত্রীর হাতে এখন আছে দুটি সিনেমা। গত মাসে প্রসূন রহমানের ‘শেকড়’ দিয়ে সিনেমার কাজ শুরু করেন। শেকড়ের শূটিং শেষ হওয়ার আগেই নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ অভিনেত্রী। সোহেল আরমানের ‘সংবাদ’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

এর আগে এ অভিনেত্রীর ২০১৮ সালে ‘আহত ফুলের গল্প’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। এরপর উপস্থাপনা, বিজ্ঞাপন, নাটক ও ওয়েব কনটেন্টে তাকে দেখা গেলেও সিনেমায় ছিলেন অনুপস্থিত। অবশেষে ছয় বছরের বিরতির পর আবারও সিনেমায় ফিরলেন। সিনেমায় দীর্ঘ বিরতির কারণ জানিয়ে আইশা বলেন, ‘আহত ফুলের গল্প’ সিনেমায় যখন অভিনয় করি, তখন অনেক ছোট ছিলাম। শূটিং করেছিলাম ২০১৬ সালে। মনে হয়েছিল সিনেমায় অভিনয়ের জন্য আমি পারদর্শী না। আরও প্রস্তুতির প্রয়োজন।’

×