ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

মিউজিত ভিডিওতে লাক্সতারকা তোরশা

প্রকাশিত: ২০:০১, ২৩ এপ্রিল ২০২৪

মিউজিত ভিডিওতে লাক্সতারকা তোরশা

‘মিস ওয়ার্ল্ড মুকুট জয়ী তোরসা’

তুহিন কান্তি দাসের একক এ অ্যালবামের নাম ‘সন্ধ্যা নামিল শ্যাম’ লাক্সতারকা তোরশা। এতে মোট চারটি গান রয়েছে। গানগুলো হলো- ‘সন্ধ্যা নামিল শ্যাম’, ‘আসমানেরও চাঁদ’, ‘দরদিয়া’ ও ‘হারিয়ে টের পাই’।

এদিকে ‘সন্ধ্যা নামিল শ্যাম’ গানটি সম্প্রতি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। এতে মডেল হয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। তার সঙ্গে ছিলেন খালিদ মাহমুদ সাদ। ফরিদপুরের বিভিন্ন নানন্দিক লোকেশনে ভিডিও নির্মাণ করেছেন সৈয়দা নীলিমা দোলা। এরই মধ্যে গান-ভিডিও শ্রোতামহলে সাড়া ফেলেছে।
 এ প্রসঙ্গে মডেল তোরসা বলেন, “মিস ওয়ার্ল্ড হওয়ার আগে বেশকিছু মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। তারপর অনেক প্রস্তাব এসেছিল কিন্তু করিনি। ‘সন্ধ্যা নামিল শ্যাম’ গানের নির্মাণ পরিকল্পনা, গান সবকিছু বেশ ভালো লাগে তাই আগ্রহ নিয়ে কাজটি করেছি।”
 
তিনি আরও বলেন, গানটি প্রকাশের পর সবাই বেশ প্রশংসা করছে। আশা করছি সবার কাছেই এ গানটি ভালো লাগবে।

শহিদ

×