
ঋষিজ শিল্পীগোষ্ঠী
রাজধানীর শিশুপার্ক প্রাঙ্গণে ১৪ এপ্রিল সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী। আয়োজনে প্রধান অতিথি ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিজন গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি বেগম সুরাইয়া আলমগীর। বর্ণাঢ্য অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। নৃত্য পরিবেশন করে স্পন্দন। একক সংগীত পরিবেশন করেন শিল্পী রথীন্দ্রনাথ রায়, রফিকুল আলম, আবু বকর সিদ্দিক, অনিমা মুক্তি গোমেজ, ফকির সিরাজ, বিমান চন্দ্র বিশ্বাস প্রমুখ। একক আবৃত্তি করেন রূপা চক্রবর্তী ও ড. শাহাদাৎ হোসেন নিপু।