
.
ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সংগীতবিষয়ক এই প্রতিযোগিতায় সালমা ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী। কিন্তু ‘ও মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে’ গানটি গেয়ে জয় করে নেন শ্রোতা হৃদয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন নিয়মিত গান করছেন তিনি। পাশাপাশি ব্যস্ত স্টেজে। সম্প্রতি এই গায়িকা নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। শিরোনাম ‘মনের নাগর’। গানটির কথা ও সুর করেছেন এই প্রজন্মের শিল্পী, সুরকার ও গীতিকার স্বাধীন বাবু। গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান। সম্প্রতি গানের ভিডিও নির্মিত হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন স্বাধীন বাবু।
নতুন গান নিয়ে সালমা বলেন, গানের কথাগুলো সুন্দর। আমার ভালো লেগেছে। স্টেজ মাতানোর জন্য এমন কথামালার গানই প্রয়োজন। আশা করি, গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে। স্বাধীন বাবু বলেন, এটি নাচ নির্ভর একটি গান। বেশ যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। গানটির শূটিং হয়েছে সংগীতশিল্পী সালমার বাড়িতে। শীঘ্রই গানটি বাংলাদেশের প্রথম শ্রেণির একটি মিউজিক কোম্পানির ইউটিউবে মুক্তি পাবে।