ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

‘অ্যানিমেল’ পার্ট ২ এ কেন নেই তৃপ্তি দিমরি!

প্রকাশিত: ১৮:০৩, ১৪ ডিসেম্বর ২০২৩

‘অ্যানিমেল’ পার্ট ২ এ কেন নেই তৃপ্তি দিমরি!

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত

মুক্তির পর থেকেই আলোচনার তুঙ্গে সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অ্যানিমেল’। এরই মধ্যে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু এখন  তৃপ্তি দিমরি। শোনা যাচ্ছে- অ্যানিমেলের সিক্যুয়েলে রাখা হচ্ছে না এই নায়িকাকে।

অ্যানিমেল সিনেমাতে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রী তৃপ্তি দিমরির অন্তরঙ্গ দৃশ্য দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছে। সাফল্যের জোয়ারে ভাসছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, এই ছবির সিক্যুয়েল অ্যানিমেল পার্ক এ দেখা যাবে নতুন নায়িকা মালবিকা মোহনকে!
 
সবাইকে অবাক করে হাজির হবে দুই রণবীর। একজন নায়ক অন্যজন খলনায়ক। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিক্যুয়েলে রণবীরের বিপরীতে রাশমিকা থাকবেন। পর্দায় মুখ দেখাবেন নতুন নায়িকা মালবিকা মোহন। তাকে সবাই দেখবে খলনায়ক রণবীর সিংয়ের বিপরীতে। 

তৃপ্তি দিমরির কোন চরিত্র না থাকায় এরই মধ্যে সবাই ধারণা করছেন, তাহলে কি বাদ পড়ছেন জনপ্রিয়তার তুঙ্গে থাকা ‌তৃপ্তি দিমরি? তা নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি সংশ্লিষ্ট কেউ।
 
বলিউড তারকা তৃপ্তি দিমরির জন্ম ১৯৯৪ সালের ২৩ ফেব্রুয়ারি। তিনি কমেডি চলচ্চিত্র ‘পোস্টার বয়েজ’ এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন ২০১৭ সালে। এরপর প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র ‘লায়লা মজনু’তে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ফোর্বস এশিয়ার ২০২১ সালের থার্টি আন্ডার থার্টি তালিকায় স্থান পেয়েছেন তিনি।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×