ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন সৌরভ দাস

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ১১ ডিসেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন সৌরভ দাস

.

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলাস থেকে বাংলাদেশী বাদ্যযন্ত্রী হিসেবে আনন্দমেলা লালন মেলা শিরোনামে দুটি সংগীত ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড পেয়েছেন চলতি সময়ের কিবোর্ডিস্ট সৌরভ দাস। বর্তমানে সৌরভ দাস ব্যান্ড সদস্য হয়ে যুক্ত আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেশমি মির্জার মাটি ব্যান্ডদলে। সৌরভ দাস বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই জনপ্রিয় শিল্পীদের সঙ্গে মঞ্চে কাজ করছি।

কিবোর্ডের সঙ্গেই আমার প্রেম-ভালোবাসা বলতে পারি। আমি কিবোর্ডের সুরে এভাবেই শ্রোতাদের মাতিয়ে রাখতে চাই। খুলনা শহরে জন্ম বেড়ে ওঠা সৌরব দাসের ছোটবেলা থেকেই গানের প্রতি অকৃত্তিম ভালোবাসা সেই সঙ্গে বাদ্যযন্ত্রের প্রতিও ছিল তার অন্যরকম আকর্ষণ। নিজের প্রতিভার প্রতি আত্মবিশ্বাস থেকে ২০১৪ সালে তিনি রাজধানী ঢাকা শহরে পাড়ি জমান। অল্পদিনেই রাজধানীতে স্বনামধন্য সব শিল্পীদের সঙ্গেই কিবোর্ড বাজানো শুরু করেন তিনি। প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী সুবীর নন্দী, রিজিয়া পারভীন, কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন জনপ্রিয় ব্যান্ডদল ডিফারেন্ট টাচ, মিলা, সাব্বির, পুলক, রেশমিসহ আরও অনেকের সঙ্গেই দেশে-বিদেশে মঞ্চ মাতিয়েছেন তিনি।

×