ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মুক্তি পাচ্ছে ‘পিপ্পা’

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:৩০, ৯ নভেম্বর ২০২৩

মুক্তি পাচ্ছে ‘পিপ্পা’

বলরাম সিং মেহতা, ইশান খাট্টার ও ম্রুনাল ঠাকুর

আগামী ১০ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ‘পিপ্পা’। এতে উঠে এসেছে বাংলাদেশের যশোরের মুক্তিযুদ্ধের গল্প। সে সময় ভারতীয় মিত্রবাহিনীর সঙ্গে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানের যুদ্ধ হয়। পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংকের কারণেই পাকিস্তানি সেনাদের শোচনীয় পরাজয় হয়। পিটি-৭৬ ট্যাংককে ভারতীয় সেনারা ‘পিপ্পা’ নামে ডাকতেন। সেই সংঘটিত অবিস্মরণীয় যুদ্ধের বীরত্বগাথা নিয়ে বলিউডে তৈরি হয়েছে অ্যাকশন থ্রিলার ‘পিপ্পা’। এতে ক্যাপ্টেন বলরাম সিং মেহতা চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। বলরাম মেহতার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। এছাড়া দেখা যাবে প্রিয়াংশু পেনিউলি এবং সোনি রাজদানকে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ আর রাহমান। ‘পিপ্পা’ পরিচালনা করেছেন রাজা কৃষ্ণা মেনন।

×