ঢাকা, বাংলাদেশ   সোমবার ১১ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রাহায়ণ ১৪৩০

স্থগিত সেলিব্রিটি ক্রিকেট লিগ

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০১, ১ অক্টোবর ২০২৩

স্থগিত সেলিব্রিটি ক্রিকেট লিগ

.

স্থগিত হলো তারকাদেরসেলিব্রিটি ক্রিকেট লিগ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপে উৎসাহ দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হলো সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএল। দেশের শোবিজ তারকারা হাসি-খুশি মনে অংশ নিচ্ছিলেন। কিন্তু ২৯ সেপ্টেম্বর রাতের ম্যাচ শেষে ঘটে যায় অপ্রত্যাশিত একটি ঘটনা। শনিবার রাতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে খেলা স্থগিত করে আয়োজকরা।

সিসিএল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি হঠাৎ করেই মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তবে ভিডিও ফুটেজ থেকে দোষীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা তথা মামলা করা হয়েছে। লিগের সবগুলো দলের অধিনায়কের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকরা। তবে কার কার বিরুদ্ধে, কোন থানায় মামলা করা হয়েছে, সেটা প্রকাশ করা হয়নি। মামলায় আসামির তালিকায় চার-পাঁচজনের নাম রয়েছে বলে ইঙ্গিত করেন আয়োজকদের মুখপাত্র। প্রেস কনফারেন্সের এক পর্যায়ে দল দুটির অন্য সদস্যদের মধ্যে মিটমাট করে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সবার সামনেই নিজের দলের হয়ে ক্ষমা চান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নির্মাতা দীপংকর দীপনের কথায় পাওয়া গেল আক্ষেপের সুর। শিল্পজগতের আয়োজনে এমন ঘটনায় তিনি হতবাক হয়েছেন। তার ভাষ্য, যে ঘটনা ঘটেছে, এটা আমাদের সংস্কৃতি সমাজের কোনো রকম প্রতিফলন নয়। সবশেষে প্রশ্ন, সিসিএলের বাকি খেলা তথা ফাইনাল কি অনুষ্ঠিত হবে? সেক্ষেত্রে কীভাবে নির্ধারণ করা হবে? বিষয়ে আয়োজকরা জানান, খেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একটি উচ্চ পর্যায় থেকে অনুমতি আসার পর খেলা হতে পারে। এছাড়া সবগুলো দলের অধিনায়ককে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।