ঢাকা, বাংলাদেশ   সোমবার ১১ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রাহায়ণ ১৪৩০

ভারত-বাংলাদেশের যৌথ প্রয়াসে ‘ঈর্ষা’

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৭, ১ অক্টোবর ২০২৩

ভারত-বাংলাদেশের যৌথ প্রয়াসে ‘ঈর্ষা’

‘ঈর্ষা’ নাটকের একটি দৃশ্য

ভারত বাংলাদেশের যৌথ প্রয়াসে  সৈয়দ শামসুল হক রচিত অনন্ত হিরা নির্দেশিত কাব্য নাটকঈর্ষা উদ্বোধনী প্রদর্শনী চট্টগ্রামের টিআইসি অডিটরিয়ামে অক্টোবর সন্ধ্যা ৭টায়। নাটকটি এর আগে প্রাঙ্গণেমোর নাট্যদল মঞ্চে এনেছিল যা দেশে-বিদেশে ২৯টি সফল মঞ্চায়ন হয়েছে। এবার ঢাকার প্রাঙ্গণেমোর নাট্যদলের সঙ্গে দিল্লির গ্রিনরুম থিয়েটার যৌথভাবে নাটকটি নতুন আঙ্গিকে মঞ্চে আনতে যাচ্ছে।

নূনা আফরোজ অনন্ত হিরার সঙ্গে নাটকটিতে আরও অভিনয় করবেন দিল্লির গ্রিনরুম থিয়েটারের কর্ণধার অভিনেতা নির্দেশক অঞ্জন কাঞ্জিলাল। অক্টোবর চট্টগ্রামের টিআইসি অডিটরিয়ামে নাটকটির আরও একটি প্রদর্শনী হবে। চট্টগ্রামের পর ১১ অক্টোবর ঢাকায় গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে, ১৩ ১৪ অক্টোবর সিলেট নজরুল অডিটরিয়ামে এবং ৩০ নভেম্বর নিউ দিল্লির হাবিট্যাট সেন্টারের স্টেইন অডিটরিয়ামেঈর্ষানাটকটি মঞ্চায়িত হবে।