
‘ঈর্ষা’ নাটকের একটি দৃশ্য
ভারত ও বাংলাদেশের যৌথ প্রয়াসে সৈয়দ শামসুল হক রচিত ও অনন্ত হিরা নির্দেশিত কাব্য নাটক ‘ঈর্ষা’র উদ্বোধনী প্রদর্শনী চট্টগ্রামের টিআইসি অডিটরিয়ামে ৬ অক্টোবর সন্ধ্যা ৭টায়। নাটকটি এর আগে প্রাঙ্গণেমোর নাট্যদল মঞ্চে এনেছিল যা দেশে-বিদেশে ২৯টি সফল মঞ্চায়ন হয়েছে। এবার ঢাকার প্রাঙ্গণেমোর নাট্যদলের সঙ্গে দিল্লির গ্রিনরুম থিয়েটার যৌথভাবে নাটকটি নতুন আঙ্গিকে মঞ্চে আনতে যাচ্ছে।
নূনা আফরোজ ও অনন্ত হিরার সঙ্গে নাটকটিতে আরও অভিনয় করবেন দিল্লির গ্রিনরুম থিয়েটারের কর্ণধার অভিনেতা ও নির্দেশক অঞ্জন কাঞ্জিলাল। ৭ অক্টোবর চট্টগ্রামের টিআইসি অডিটরিয়ামে নাটকটির আরও একটি প্রদর্শনী হবে। চট্টগ্রামের পর ১১ অক্টোবর ঢাকায় গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে, ১৩ ও ১৪ অক্টোবর সিলেট নজরুল অডিটরিয়ামে এবং ৩০ নভেম্বর নিউ দিল্লির হাবিট্যাট সেন্টারের স্টেইন অডিটরিয়ামে ‘ঈর্ষা’ নাটকটি মঞ্চায়িত হবে।