
‘পীরচাঁনের পালা’ নাটকের মহড়ার দৃশ্য
নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের নাটক ‘পিয়ের গিন্ট’ আশ্রয়ে বাংলাদেশের নাট্যকার সৈয়দ শামসুল হকের নাটক ‘পীরচাঁনের পালা’। শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ২৮তম নতুন প্রযোজনা। রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়। ২১ সেপ্টেম্বর দ্বিতীয় মঞ্চায়ন। নাটক নির্মাণ প্রসঙ্গে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের প্রাণপুরুষ এবং নির্দেশক খোরশেদুল আলম বলেন, হেনরিক ইবসেন আশ্রয়ে সৈয়দ শামসুল হকের রচনা ‘পীরচাঁনের পালা’য় আমি নির্মাণ পর্বে প্রাচ্য-পাশ্চত্যে, ঐতিহ্য- আধুনিকতা, প্রাজ্ঞতা-বিনোদন এই ত্রয়ের মেলবন্ধন ঘটানোকে প্রাধান্য দিয়েছি। আশা করছি দর্শককে তাল-লয়-সুরে সময়টাকে উপভোগ্য করে তুলতে পারব।
নিজের অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী রুশনী বলেন, মা এবং মাতৃভূমি সুরক্ষায় সন্তানের নিবেদন এবং আত্মত্যাগ নিয়েই নাটকটি। এ রকম নাটকের মমতাময়ী মা চরিত্রে রূপদানে আবহমান বাংলার মায়ের মুখটি ফুটিয়ে তুলতে একটা মানুষের পক্ষে যা যা করণীয় সে সবই আমি দৈহিক-বাচিক-সাত্ত্বিক অভিনয়ে তুলে ধরতে আপ্রাণ চেষ্টা করছি। আশা করছি দর্শক আপুত তৃপ্ত হবেন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় শিল্পীরা হলেন- শাকিল, রুশনী, চন্দনা, নুসরাত, তাহা, শাহেদ, পারভেজ, শুভ্র, আলফা, নুসরাত, নয়ন লিমন, রাফি, সাকিবুল, আফ্রিদী, হাছান, জামান, গালিব, বিপ্লব, জুয়েলসহ আরও অনেকে।