ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

আমি নিজের ঢোল নিজে পেটাই না: শাকিব

প্রকাশিত: ২১:৫১, ৯ জুলাই ২০২৩

আমি নিজের ঢোল নিজে পেটাই না: শাকিব

শাকিব খান।

ঢাকাই সিনেমার সুপাস্টার শাকিব খান তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রিয়তমা’ দেখতে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। আর সেখানে গিয়ে এই সুপাস্টার জানিয়েছেন তিনি নিজের ঢোল নিজে পেটান না।

রবিবার (৯ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে শাকিব খান একিট পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ‘আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে- আমি না!’

শাকিব খান লেখেন, ‘ভালোবাসার সব বাঁধ ভেঙে ওয়ার্ল্ডওয়াইড ১৫২টির বেশি থিয়েটারে মহাসমারোহে চলছে প্রিয়তমা। পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকে নিয়ে প্রিয়তমা উপভোগ করুন।’

এদিকে, সারাদেশে ১০৭ টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির ৭ দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে ৩১৫০ টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে।  দর্শকদের উপচেপড়া ভিড়ে ১০ কোটি ৩০ লাখ টাকা করেছে ‘প্রিয়তমা’।

এবারের ঈদুল আজহায় পাঁচটি বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর মধ্যে প্রথম থেকেই আলোচিত ছিল  শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×