ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজকে ‘লুজার’ বললেন পরীমণি

প্রকাশিত: ১৬:০৮, ১৮ জুন ২০২৩

রাজকে ‘লুজার’ বললেন পরীমণি

অভিনেত্রী পরীমণি ও তার স্বামী শরিফুল রাজ।

চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ও তার স্বামী অভিনেতা শরিফুল রাজকে ঘিরে যেন আলোচনা- সমালোচনা থামছেই না। সম্পর্ক ভাঙা-গড়াসহ নানা বিতর্কিত ইস্যুতে খবরের শিরোনাম হয়ে আলোচনায় থাকছেন তারা। সম্পর্কের টানা পোড়নের মধ্যে এবার স্বামী রাজকে ‘লুজার’ বলে মন্তব্য করেছেন লাস্যময়ী এই নায়িকা। রবিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন পরী। বাবা দিবস উপলক্ষ্যে দেওয়া ফেসবুক পোস্টে পরীমণি বলেন,     ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোন স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোন মেমোরিজই থাকবে না!’এই অভিনেত্রী বলেন,  ‘অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের সাথে আছে! লুজার।’পরী বলেন, ‘মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।’লাস্যময়ী এই নায়িকার পোস্টে পরীকে ভালোবাসা জানিয়ে নিশাত নাওয়ার সালওয়া লেখেন, ‘পরীদের ভালো থাকার জন্য কাউকে দরকার হয় না! পরী তার ডানায় রাজ্য কে নিয়ে সুখে থাক।’; পারভীন পারু লেখেন, ‘রাজ্য মায়ের ভালোবাসায় এমন বুদ হয়ে থাকুক, যাতে অন্য কোন কিছুতেই তার শুন্যতার অনুভূতি না আসে জীবনে। শুভ বাবা দিবসে শুভেচ্ছা রাজ্য আব্বা। ভালো থাকো, আনন্দে থাকো।’; আশরাফুল ইসলাম রানা লেখেন, ‘ওই ঘুমাও তো ঠান্ডা মাথা নিয়ে, হুদাই খালি ক্যাচাল বাধাও!’ এর উত্তরে পরীমণি লেখেন, ‘উচিৎ কথা নেয়া যায় তো সহজে।’এদিকে, কেউ কেউ পরীমণির এই পোস্টকে ঘিরে ভিন্নরুপ মন্তব্য করেছেন। তারা পরীকে উপন্যাস লেখারও পরামর্শ দিয়েছেন। জাহিদুর রহমান লেখেন, ‘পরী উপন্যাস লেখো। তোমার লেখা অনেক তীর্ষক।‌ শুভ কামনা।’ সাব্বির চৌধুরী রেখেন, ‘নেক্সট বই মেলাতে বই চাই।’পরীমণি ও রাজের সম্পর্ক বর্তমানে নড়বড়ে অবস্থা। ঘুনে ধরা এই সম্পর্ক রাখতে চান না তারা কেউ। বেশ কয়েকবার ডিভোর্সের কথা বললেও এখনো কাগজে কলমে আলাদা হননি পরী-রাজ। বর্তমানে তারা দু’জনই আলাদা থাকছেন। গত ১০ জুন পরীর বাসায় রাজ এলেও পরে আবার উড়াল দেন স্ত্রী ও একমাত্র ছেলে রাজ্যকে ফেলে। 

এম হাসান

×