ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

‘পাঠানে’র সাফল্যের মাঝেই বিরতির ঘোষণা কিং খানের

প্রকাশিত: ১৩:৫০, ২৯ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৬:১৯, ২৯ জানুয়ারি ২০২৩

‘পাঠানে’র সাফল্যের মাঝেই বিরতির ঘোষণা কিং খানের

শাহরুখ খান

চার বছর পর বড়পর্দায় প্রত্যাবর্তন শাহরুখ খানের। বক্সঅফিসে ঝড় তুলেছে তার ছবি ‘পাঠান’। তিনদিনেই পেরিয়েছে ৩০০ কোটির গণ্ডি। একের পর এক রেকর্ড গড়ে সাফল্যের শীর্ষে কিং খান। কিন্তু সবকিছু যেনো মলিন করে দিলে এই বাদশা। সাফল্যের মাঝেই অপ্রত্যাশিত ভাবেই বিরতি নেওয়ার ঘোষণা  শাহরুখ। আর এই ঘোষণায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এমনই ঘোষণা দেন বলিউড বাদশা। টুইটে শাহরুখ খান লেখেন, ‘এবার বিরতি নেব। আমার সন্তানদের সঙ্গে সময় কাটাব। সিনেমা হলে এসে ছবি দেখার জন্য় সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিনেমা হলে গিয়ে নতুন বন্ধু তৈরি করে সিনেমা দেখার একটা আলাদাই আনন্দ আছে, তাই না?’ 

কিং খানের এই টুইটের পরই শুরু হয় গুঞ্জন। তবে কি ফের অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত শাহরুখের? আবার কি লম্বা অপেক্ষা! যদিও নিজের আপকামিং দুই ছবি ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র কথা জানিয়ে রেখেছেন তিনি। ২০১৮ সালে শেষবার ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল শাহরুখকে। এরপর থেকে অনুরাগীদের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। অবশেষে গত ২৫ জানুয়ারি তাদের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাদশার মতোই ফিরেছেন শাহরুখ। 

এদিকে, ‘পাঠান’ ছবির জন্য দর্শকদের পাশাপাশি সহ-অভিনেতা সালমান খানকেও ধন্যবাদ জানিয়েছেন কিং খান। দীর্ঘদিন পর এক ছবিতে দেখা গিয়েছে তাদের। সালমানকে ‘গোট (গ্রেটেস্ট অফ অল টাইম)’ বলেও সম্বোধন করেন শাহরুখ। 

টুইটে লেখেন, ‘বক্স অফিসে সালমানের সঙ্গে তিনি টক্কর দিতে পারবেন না। সালমান খানই গোট।’

 

এমএইচ

×