ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

৩ দিনে ৩০০ কোটি আয় করল ‘পাঠান’

প্রকাশিত: ১৭:৫৪, ২৮ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৮:৩৫, ২৮ জানুয়ারি ২০২৩

৩ দিনে ৩০০ কোটি আয় করল ‘পাঠান’

পাঠান ছবি

বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে শাহরুখ খানের ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করলেন বলিউডের বাদশা। মুক্তির পর প্রথম তিন দিনেই ‘পাঠান’ ছুঁয়েছে ৩০০ কোটির গণ্ডি।

বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার- প্রথম তিন দিনই ছিল সবার ব্যস্ততম দিন। শনি এবং রবিবার সাপ্তাহিক ছুটিতে ‘পাঠান’-এর আয় আরও বাড়তে পারে।

ভারতের বাজারে ‘পাঠান’-এর তৃতীয় দিনে শুক্রবার আয় হয়েছে ৩৬ কোটি টাকা। প্রথম দু’দিনের চেয়ে যা বেশ কম। তবে বিশ্বের অন্যান্য প্রান্তের বক্স অফিসে তৃতীয় দিনে মন্দা ছিল না। ২৫ তারিখ মুক্তির দিন নজির গড়েছিল শাহরুখের এই ছবি। শুধু দেশেই ৫৫ কোটি টাকার ব্যবসা করে  ‘পাঠান’। বিশ্বের নিরিখে রোজগারের অঙ্ক প্রথম দিনেই পেরিয়েছিল ১০০ কোটির গণ্ডি।

দ্বিতীয় দিন ‘পাঠান’ ৭০ কোটি টাকার ব্যবসা করে ভারতের বাজারে। বিশ্বের বক্স অফিসে দ্বিতীয় দিনের শেষে এই ছবির আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গণ্ডি। আর তৃতীয় দিনে ৩৬ কোটি টাকা আয় করেছে এই ছবি। অর্থাৎ দেশের বাজারে তিন দিনে ‘পাঠান’-এর আয় ১৬০ কোটির বেশি।

 

এমএইচ

×