শাহরুখ খান ও অভিনেত্রী মিমি
দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার অবসান। অবশেষে বড়পর্দায় অনেকদিন বাদে ফিরছেন বলিউডের কিং খান। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি পাঠান।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবি একটি গান বেশরম রং। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। গত শনিবার রাতে খানের এক টুইটারের ঝড়। ওইদিন ১৫ মিনিটের জন্য তিনি সকলের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। আর এই সুযোগে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীও শাহরুখ খানের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।
অভিনেত্রী মিমি চক্রবর্তী লিখেছেন, ‘পাঠান-২ এ আমাকে নেবেন? আমাদের ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’ তবে এই প্রশ্নের উত্তরে কোনো জবাব আসেনি শাহরুখ খানের দিক থেকে।
এই ঘটনায় এক নেটিজেন লিখেছেন, ‘উনি কোনো বাঙালিকে রিপ্লাই দিচ্ছেন না। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি।’ প্রত্যুত্তরে মিমি বলেন, ‘এই ধরণের কথা বলবেন না। আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ছুটে এসেছিলেন কিং খান। লাখ লাখ মানুষ তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। কোনো মানুষের পক্ষেই সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।’
এমএইচ