ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শারমিন কেয়ার ‘শূন্য’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯, ৮ ডিসেম্বর ২০২২

শারমিন কেয়ার ‘শূন্য’

শারমিন কেয়া

এ প্রজন্মের কণ্ঠশিল্পী শারমিন কেয়া। তার প্রথম মৌলিক গান ‘হাওয়া এসে’ প্রকাশ হয় ২০১১ সালে। গেল জুলাইতে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় এস আই টুটুলের সঙ্গে দ্বৈত গান ‘এক বরষায়’। গানটি লিখেছেন রাজু চৌধুরী, সুর সংগীত করেছেন আমজাদ হোসেন। এই গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ২৫ ডিসেম্বর শব্দ কারিগর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে শারমিন কেয়ার নতুন গান ‘শূন্য’। গানটি লিখেছেন ফ্লোরিডায় বসবাসরত রাজু চৌধুরী, সুর সংগীত করেছেন আমজাদ হোসেন।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। নিজের গানের পরিকল্পনা ও নতুন গান নিয়ে শারমিন কেয়া বলেন, আমার বাবার মৃত্যুর পর রাজু ভাই আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন গানের ভুবনে ধারাবাহিকতা বজায় রাখতে। আমি তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আর নতুন গান ‘শূন্য’ নিয়ে ভীষণ আশাবাদী। গানের কথা এবং সুর সংগীত আশা করছি ভালো লাগবে সবার। গানের ভুবনে শুধু ভালো ভালো গান করে যেতে চাই। আর বিশেষ কোনো স্বপ্ন নাই। সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। গানে সঠিকভাবে তালিম নিয়েই গানের ভুবনে যাত্রা শুরু করেন কেয়া।

×