
হাওয়া সিনেমা
এবার ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য মনোনয়ন পেয়েছে দেশ মাতানো সিনেমা ‘হাওয়া’। আগামী বছরের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্কারের ৯৫তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতা করার ছবি আহ্বান করা হলে আমাদের কাছে দুটি ছবি জমা পড়ে। সেখান থেকে ‘হাওয়া’ নির্বাচিত হয়েছে।
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আটজন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।
গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে ‘হাওয়া’। এরপর তুমুল সাফল্য পায়। দেশ মাতিয়ে ছবিটি উত্তর আমেরিকাতেও বক্স অফিস মাতাচ্ছে।
এমএইচ