ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বিরতির পর মঞ্চে ‘বনমানুষ’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩, ২৮ জুলাই ২০২২

বিরতির পর মঞ্চে ‘বনমানুষ’

বনমানুষ

দীর্ঘ বিরতির পর মঞ্চায়ন হতে যাচ্ছে প্রাচ্যনাটের নাটক বনমানুষশিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে দলের ২৭তম এ প্রযোজনাআইরিশ-আমেরিকান নাট্যকার ইউজিন ওনিলের নাটক দ্য হেয়ারি এপএর বঙ্গানুবাদ বনমানুষনাটকটি নির্দেশনা দিয়েছেন বাকার বকুলমূল নাটক দ্য হেয়ারি এপএ পুঁজিবাদকে কটাক্ষ করেছিলেন ওনিলবনমানুষনাটকে পুঁজিবাদের পাশাপাশি সা¤্র্রাজ্যবাদ ও নব্য-উপনিবেশিকতার ইঙ্গিতও দেয়া হয়েছে বলে জানালেন পরিচালক

নিউইয়র্ক থেকে যাত্রা করা একটি জাহাজের খালাসিদের নিয়েই নাটকটির গল্প এগোয়গনগনে চুল্লিতে কয়লা ঢেলে যারা জাহাজকে সচল রাখে তাদের জীবনের পাওয়া-না পাওয়া আর শ্রেণীবৈষ্যমের জঘন্য রূপ উঠে এসেছে এই নাটকেবাকার বকুল বলেন, জাতিগত পর্যায় থেকে পরিবার কিংবা ব্যক্তিগত পর্যায়ে ঢুকে পড়েছে পুঁজিবাদ

পুঁজিবাদ এখন বিশ্বায়নের নামে নতুন এক ধাপ্পা দিচ্ছে বিশ্ববাসীকেএটা আসলে উপনিবেশিকতার সূক্ষ্ম কৌশলবনমানুষনাটকে এই অপকৌশলের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে জনতানাটকের কেন্দ্রীয় চরিত্র জাহাজের খালাসি ইয়াংককালি মাখা অবস্থায় তাকে বনমানুষের মতো মনে হয়জাহাজ মালিকের মেয়ে মিলড্রেড ডগলাস জাহাজের খোলে ভয়ঙ্কর দর্শন ইয়াংককে দেখে চিকার করে ওঠে

ইয়াংক যখন বুঝতে পারে তাকে দেখেই ভয় পেয়েছে ডগলাস, তখন পুঁজিপতিদের প্রতি তীব্র এক ঘৃণা জন্ম নেয় তারমধ্যেপুঁজিপতিদের সা¤্রাজ্যে হানা দেয়ার স্বপ্ন দেখে সেজাহাজ বন্দরে ভিড়লে সহকর্মীকে নিয়ে শহরে ঘুরতে বের হয় ইয়াংকশহরের জৌলুসও উচ্চবিত্তের জীবনধারা তাকে ক্ষিপ্ত করে তোলেসে নানা উদ্ভট কর্মকাণ্ড শুরু করে দেয়এক পর্যায়ে বিরক্ত শহরবাসী তাকে জেলে দেয়কিন্তু জেল থেকে পালিয়ে যায় ইয়াংকসে চলে যায় চিড়িয়াখানায়বনমানুষের খাঁচার কাছে গিয়ে জন্তুটাকে ডাক দেয়জন্তুটার সঙ্গে হাত মেলাতে যায় সেশেষে বনমানুষের আক্রমণে নিহত হয় সে

×