ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

প্রথম প্লে-ব্যাকে অরুণা বিশ্বাস

প্রকাশিত: ২১:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২২

প্রথম প্লে-ব্যাকে অরুণা বিশ্বাস

স্টাফ রিপোর্টার ॥ বহুমুখী প্রতিভার অধিকারী অরুণা বিশ্বাস। একাধারে একজন অভিনেত্রী, নাটক ও চলচ্চিত্র পরিচালক। পাশাপাশি তিনি একজন সঙ্গীতশিল্পীও। স্কুল কলেজ জীবনে তিনি নাচে যেমন পারদর্শী ছিলেন ঠিক তেমনি গানেও। তারই বাবা যাত্রানট অমলেন্দু বিশ্বাসের কাছেই তার গানে হাতেখড়ি ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানটি শেখার মধ্যদিয়ে। এই প্রথমবার নিজের পরিচালিত ‘অসম্ভব’ সিনেমায় প্লেব্যাক করলেন অরুণা বিশ্বাস। গানের শিরোনাম ‘ও শাড়ি’। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর ও সঙ্গীত করেছেন অমিত চ্যাটার্জি। অরুণা বিশ্বাস জানান, তার নিজের লিপেই গানটি দর্শক উপভোগ করবেন। শুক্রবার বিমান বন্দর এবং হাইকোর্টে বিভিন্ন দৃশ্য ক্যামেরাবন্দী করার মধ্যদিয়ে শেষ হলো অরুণা বিশ্বাসের প্রথম পরিচালিত ‘অসম্ভব’ সিনেমার কাজ। সরকারী অনুদানে নির্মিত এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, অরুণা বিশ্বাস, সোহানা সাবা, শাহেদ শরীফ খান, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, স্বাগতা, গাজী আব্দুন নূরসহ আরও অনেকে। সিনেমায় প্রথম প্লে-ব্যাক এবং প্রথম পরিচালিত সিনেমার কাজ শেষ হওয়া প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, খুব শান্তি লাগছে সিনেমার কাজ শেষ করে। বুঝাতে পারব না আসলে ক্যামেরা ক্লোজ হবার পর কতটা রিল্যাক্স লাগছে আমার। সৃষ্টিকর্তার অসীম কৃপায় কোনরকম ঝামেলা ছাড়া সিনেমাটি শেষ করতে পেরেছি। আমার ভাই মিঠু না থাকলে এত চমৎকারভাবে কাজটি শেষ করা সম্ভব ছিল না। প্রত্যেক শিল্পী আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন।
×