
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। টিভি নাটকের বাইরে গেল দুই বছর সিনেমাতেও কাজ করছেন। অভিনয়-ব্যস্ততা ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন এনআই বুলবুল।
নতুন সিনেমার খবর কি ?
‘কোন এক কালে’ নামের নতুন সিনেমায় অভিনয় করছি। এটি পরিচালনা করছেন তালাত আহমেদ। ২০ ডিসেম্বর থেকে টানা পাঁচ দিন খুলনায় এর শূটিং করেছি। নতুন এ সিনেমার গল্পটি গ্রামীণ পটভূমির। এর বেশি এখন সিনেমাটি নিয়ে বলা নিষেধ আছে।
অন্য সিনেমাগুলো কোন অবস্থায় ?
সরকারী অনুদানের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমার প্রথম লটের শূটিং শেষ করেছি। এটির নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে আকরাম খানের ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি। এদিকে জাহিদ শাওনের ‘মিঠুর একাত্তর যাত্রা’ ও শায়লা রহমান তিথির ‘এ বিজয় রক্তে কেনা’ শিরোনামের দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজ শেষ করেছি।
তাহলে কি ধরে নেয়া যায় সিনেমামুখী ছন্দা ?
গেল দুই বছর সিনেমায় বেশি কাজ করা হচ্ছে। ক্যারিয়ারের শুরুর দিকেও সিনেমার প্রস্তাব পেতাম। কিন্তু সেই সময় এটির প্রতি আগ্রহ ছিল না। তবে এখন সিনেমার গল্পে অনেক পরিবর্তন এসেছে। নিজেকে প্রমাণ করার মতো অনেক চরিত্র পাওয়া যায়।
টিভি নাটকের খবর বলুন?
টিভি নাটকেও নিয়মিত কাজ করছি। দীপ্ত টিভিতে আমার অভিনীত ‘মাশরাফি জুনিয়র’ সিরিয়ালটি প্রচার হচ্ছে। এছাড়া সজিব মাহমুদের ‘হৈ চৈ.কম’ ও সালাউদ্দিন লাভলুর ‘ষন্ডাপান্ডা’ ধারাবাহিকে অভিনয় করছি।
অভিনয়ের বাইরে কি করছেন ?
অভিনয়ের বাইরে একটি রান্না বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছি। গাজী টিভিতে এটি প্রচার হচ্ছে। রান্নার প্রতি বরাবরই আমার দুর্বলতা আছে। বিভিন্ন ধরনের রান্না করার শখ আমার অনেক আগে থেকেই। এই অনুষ্ঠানটি করার কারণ হলো তাই রান্না। আমার সব সময় নতুন নতুন রান্না শেখার জন্য ইচ্ছে হয়।
কেমন কাটল ২০২১ ?
চলতি বছর কাজের জন্য আমার খুব ভালো কেটেছে। এবার বেশ কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হবার সুযোগ হয়েছে। আশা করছি আগামী বছরও ভালো কাটবে।