ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নতুন গানচিত্রে সিঁথি সাহা

প্রকাশিত: ০০:৩১, ১৩ অক্টোবর ২০২১

নতুন গানচিত্রে সিঁথি সাহা

সংস্কৃতি ডেস্ক ॥ সিঁথি সাহার নতুন গানচিত্র ‘গড়েছি মা’। যা উন্মুক্ত হলো ১১ অক্টোবর রাতে, রঙ্গন মিউজিকের ব্যানারে অন্তর্জালে। জামাল হোসেনের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন উজ্জ্বল সিনহা। গায়িকাকে নায়িকা বানিয়ে এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। সিঁথি সাহা বলতে চাইছেন, পূজায় এবার তিনি বিশেষ ও বাড়তি উপহার নিয়ে এলেন শ্রোতা-দর্শকদের সামনে। কণ্ঠশিল্পীর গান প্রকাশ হবে, ভিডিওতে নিজেই মডেল হবেন- সেটাই তো স্বাভাবিক। কিন্তু সিঁথি বলছেন, বাড়তি উপহার! সেটা কেমন? জবাবে বললেন, গানটির ভিডিও দেখলেই সেটি স্পষ্ট হবেন। ভিডিওর শুরুতেই সিঁথিকে পাওয়া গেল এক শিশুশিল্পীর সঙ্গে। গাদা ফুলের মালা গাঁথতে গাঁথতে দুজনেই আলাপ করছিলেন প্রতিমা বরণ করার বিষয়ে। এরপর শুরু হলো মূল গান। যেখানে এই শিল্পীকে পাওয়া গেল পূজামণ্ডপে নৃত্যশিল্পী হিসেবে। সিঁথি বলেন, বিশেষ গান, তাই বিশেষ কিছু করার চেষ্টা করেছি। আমার ভক্তদের জন্য বাড়তি উপহার হিসেবে গানের সঙ্গে নাচলাম। আর চিত্রনাট্যের দাবিতে শুরুটা করলাম শিশুবন্ধুর সঙ্গে সংলাপ দিয়ে। আমি মনে করি, এটি পূজার গানের কমপ্লিট একটি প্যাকেজ হলো। গানটি প্রকাশ করেই সিঁথি সাহা ছাড়লেন ঢাকা। গেলেন কুষ্টিয়ায় বাবা-মায়ের সঙ্গে পূজার পুরোটা সময় কাটাতে।
×