ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

একগুচ্ছ সিনেমায় মৌ শিখা

প্রকাশিত: ২১:৩৯, ৪ জুলাই ২০২১

একগুচ্ছ সিনেমায় মৌ শিখা

স্টাফ রিপোর্টার ॥ অভিনেত্রী মৌ শিখা। এক সময় মঞ্চ নাটকে অভিনয় করতেন। পরবর্তীতে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন টিভি নাটকে। অভিষেক হয়েছে চলচ্চিত্রেও। বর্তমানে চলচ্চিত্র ও নাটকে সমানতালে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মৌ এরই মধ্যে শেষ করেছেন ঈদের জন্য বেশ কিছু নাটকের কাজ। মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্র ‘নদীর বুকে চাঁদ’, ‘মিশন এক্সট্রিম’, ‘ছায়াবৃক্ষ’, ‘জমজ ভূতের গল্প’, ‘লকডাউনের ভালোবাসা’, ‘মন বোঝে না’, ‘বর্ডার’, ‘সোলমেড’। ওয়েব সিরিজ ‘প্যারাসাইকোলজি’। নির্মাণাধীন চলচ্চিত্র ‘তবুও বিদায়’ ও ‘লিডার, আমিই বাংলাদেশ’। মৌ শিখা জনকণ্ঠকে বলেন, আমি একজন পেশাদার অভিনেত্রী। আজীবন অভিনয় করেই যেতে চাই। করোনার কারণে বর্তমানে কাজ একটু কম। তারপরও চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে কাজ করার। বেশ কিছু চলচ্চিত্র মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো মুক্তি পাবে। এবার ঈদে শিহাব শাহীন, প্রীতি দত্ত, মিফতা আনান, রুবেল হাসান, অলক হাসানসহ কিছু নির্মাতার নাটকে পাওয়া যাবে আমাকে। প্রতিটি কাজ নিয়ে আমি আশাবাদী। আশা করছি কাজগুলো দর্শক পছন্দ করবে।
×