ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সিনেমায় রওনক হাসান

প্রকাশিত: ১৮:০৮, ২২ ডিসেম্বর ২০২০

সিনেমায় রওনক হাসান

অনলাইন রিপোর্টার ॥ মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন রওনক হাসান। পরে টিভি নাটক হয়ে সিনেমাতেও সফল হয়েছেন এ অভিনেতা। করোনাকালেও অভিনয় নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটছে তার। একসঙ্গে পাঁচটি সিনেমার কাজে যুক্ত হয়েছেন রওনক। এগুলো হলো– দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’, নুর ইমরান মিঠুর পরিচালনায় ‘পাতাল ঘর’, আকরাম খানের ‘নকশীকাঁথার জমিন’, পঙ্কজ পালিতের ‘না বলা কথা’ এবং তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’। এসব সিনেমায় অভিনয় প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘প্রতিটি ছবিতেই আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রগুলোতে বেশ বৈচিত্র্য আছে। আশা করছি দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন সিনেমাগুলোয়। এগুলো ছাড়াও আরও কয়েকটি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি আমি। সেগুলো নিয়ে আলোচনা চলছে এখন। আশা করছি অল্প সময়ের মধ্যেই ছবিগুলোতে অভিনয়ের বিষয়টি চুড়ান্ত হবে।’
×