ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অজয় চক্রবর্তীর পরিবেশনায় মুগ্ধ দর্শক

প্রকাশিত: ০৩:৩০, ৩০ নভেম্বর ২০১৫

অজয় চক্রবর্তীর পরিবেশনায় মুগ্ধ দর্শক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের দ্বিতীয় রজনীর শেষ শিল্পী ছিলেন অজয় চক্রবর্তী। মঞ্চে দাঁড়িয়েই হাতজোড় করে নমস্কার জানান সবাইকে, প্রত্যুত্তরে দর্শকদেরও একই কায়দা অবলম্বন করতে দেখা গেলো। তিনি রাগ বৈরাগীতে খেয়াল পরিবেশন করেন প্রথমে। খেয়ালের তিনটি বন্দিশ যার প্রথমটিতে ছিল আল্লাহ প্রেমের কথা। সবশেষে শোনান যোগিয়া রাগাশ্রয়ী বাংলা গান ‘যামিনী যে হলো ভোর’। তাকে যন্ত্র সঙ্গত করেন সত্যজিত তালওয়ালকর, অজয় যোগলেকর ও অনল চট্টোপাধ্যায়। মঞ্চ জাদুকর প-িত অজয় চক্রবর্তী রাগ-আলাপের পাশাপাশি শ্রোতাদের সঙ্গে আলাপে মেতে ওঠেন সবসময়। এবার যেন কিছুটা ব্যতিক্রম! তবে দীর্ঘদিনের সহযোগী কণ্ঠশিল্পী অনল বন্দ্যোপাধ্যায়কে পরিচয় করিয়ে দিলেন আগামী দিনের একক শিল্পী হিসেবে।
×