
ইরফান সাজ্জাদ
প্রথম দেখাতে বোঝার উপয় নেই তিনি একজন পুরুষ। অথচ গল্পের প্রয়োজনে এই নারী চরিত্রটাতে রূপ দিয়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। চরিত্রের প্রয়োজনে অভিনেতাকে কত কিছুই না করতে হয়। প্রয়োজনেই তাকে ধারণ করতে হয় বিভিন্ন বেশ, নিতে হয় চ্যালেঞ্জ। নাটকের গল্পের প্রয়োজনে সাজ-পোশাক, চালচলনে হয়ে গেলেন পুরোদস্তুর নারী।
আসল ঘটনা হলো, নির্মাতা সাজিন আহমেদ বাবু ‘সিনথিয়া ফ্যাশন’ নামে একটি নাটক নির্মাণ করছেন। এখানেই অভিনেতা ইরফান সাজ্জাদকে এমন নারীরূপে দেখা যাবে। সম্প্রতি ইরফান একটি ভিডিও শেয়ার দেন। সেখানেই দেখা যায়, নারীরূপী এই অভিনেতাকে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, আপুটা জোস।
এক উদ্যোক্তা যুবকের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সিনথিয়া ফ্যাশন।’ সেখানেই এমন সাজে দেখা যাবে তাকে। নাটকটি নির্মিত হচ্ছে ঈদকে কেন্দ্র করে। এ বিষয়ে ইরফান সাজ্জাদ বলেন, ঈদের জন্য এরইমধ্যে কিছু কাজ করেছি।