
‘অন্ধকারে আলো’ চলচ্চিত্রের একটি দৃশ্য
অন্ধকার সমাজে আলো ছড়ানোর লক্ষ্যে তৈরি সিনেমা ‘অন্ধকারে আলো’ এখন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। আকাশজমিন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবির গল্পে অন্ধকার গ্রামে ধীকৃত এক যুবকের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন মীর লিয়াকত আলী এবং পরিচালনা করেছেন আনোয়ার সিরাজী। ছবিটির গল্প রচনা করেছে মীর লিয়াকত আলী।
ছবিটি ছাড়পত্র পেলেই কোরবানি ঈদের আগেই মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে কর্তৃপক্ষের। প্রযোজক মীর লিয়াকত আলী বলেন, সাধারণ মানুষের কাছে ‘অন্ধকারে আলো’ পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকল্প প্রদর্শনীর ব্যবস্থা নেওয়া হবে। তাই ব্যতিক্রমী প্রচারের মাধ্যমে সিনেমা হল এবং পর্যায়ক্রমে জেলা-উপজেলা-বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। সিনেমাটি বিকল্প প্রদর্শনীর মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে চান।
পরিচালক আনোয়ার সিরাজী বলেন, দেশের সিংহভাগ মানুষ বিভিন্ন কারণে হলবিমুখ। তারা পরিবার নিয়ে সিনেমা দেখার দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করেছে। কিন্তু ‘অন্ধকারে আলো’ পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা, নেই কোনো অশ্লীলতা।
ছবিতে অভিনয় করেছেন- রাকিব, মুসকান, তিথী, মিথিলা, ফরহাদ, রেবেকা, জ্যাকি আলমগীর, ফিরোজ আলম, আনোয়ার সিরাজী, ববি, রেজা হাসমত প্রমুখ।