
ছবিঃ সংগৃহীত
অভিনেত্রী ফারিয়া শাহরিন অভিনয়ে খুব বেশি নিয়মিত নন। ক্যারিয়ারের শুরু থেকেই কাজ করেন বেছে বেছে। জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট-এর ‘অন্তরা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি।
এই নাটকের প্রথম চারটি সিজন প্রচারিত হয়েছে। পঞ্চম সিজনে আবারও ফারিয়াকে অন্তরার ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে । সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন অভিনেত্রী নিজেই। খুব শিগগিরই ‘ব্যাচেলর ফাইভ’-এর শুটিংয়ে অংশ নেবেন বলেও জানান তিনি।
উক্ত সাক্ষাৎকারে ফারিয়া তার কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা ও আয়ের উৎস নিয়ে চলমান বিতর্ক নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা সত্যি কথা। কিন্তু আমার আসলে গাড়ি বাড়ি- এসব কিছুত নেই।’ তিনি বলেন, ‘আমার মতো যারা কম কাজ করেছে, বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।’
ফারিয়া জানান, এ কারণেই তার তেমন কোনো টাকা পয়সা নেই। কোনো গাড়ি নেই, সারাজীবন বাবার গাড়িতেই চড়েছি, নিজের কোনো বাড়িও নেই আমার। আর ভবিষ্যতে কোনো সুগার ড্যাডি হওয়ার সম্ভাবনাও নেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া শাহরিনের এই মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। এমনকি অনেকে তাকে সাহসী বলেও অভিমত ব্যক্ত করেছে।
সূত্রঃ ইত্তেফাক
আরশি