
ছবি: সংগৃহীত
সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) দুই বছরের বিরতির পর নতুন নাম ও ফরম্যাটে মাঠে ফিরছে। আগামী ৫ মে থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নতুন নাম রাখা হয়েছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। আগের ইনডোর ভেন্যুর ৬ ওভারের ম্যাচের পরিবর্তে এবার খেলা হবে খোলা মাঠে, পূর্ণাঙ্গ টি-২০ ফরম্যাটে, এবং সব ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়।
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল: গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, এবং স্পারটান্স। প্রতিটি দলে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা অংশ নিচ্ছেন। টুর্নামেন্টটি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
টুর্নামেন্ট নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তিনি বলেন, “আমরা সবাই চেষ্টা করছি যেহেতু আমরা খেলাধুলার মানুষ না, সব বড় যেটা আমার কাছে মনে হয়েছে যে একসাথে আমরা অনেকগুলো মানুষ আছি এক অঙ্গনের তো এটা মজার বিষয় যে আমরা সবাই একসাথে খেলতে পারবো।” তিনি আরও বলেন, “এটা আমার কাছে মনে হয়েছে একটা পরিবারের মধ্যে সবার সাথে দেখা হচ্ছে সবাই একসাথে মাঠে খেলবো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা উৎসব আয়োজন তাই খুব এক্সাইটেড মনে হচ্ছে।”
প্রসঙ্গত, আকর্ষণীয় এই টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি।
শিহাব