
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, গত ১৫ বছরে আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে। আপনাদের নেতৃত্বের ব্যর্থ হওয়ার কারণে ফিনিক্স পাখির মতো ক্যাম্পাস থেকে ছাত্র-জনতাগুলো বেরিয়ে এসে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্তি দিয়েছে।
শুক্রবার (২ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে যখন আমাদের মায়েরা জেলের দ্বারে দ্বারে ঘুরেছে, আমার ভাইয়েরা যখন গুম হয়েছে, শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে, তখন আপনাদের যারা নেতৃত্ব ছিলেন, তারা আয়েশি জীবনে ভোগ-বিলাসে মত্ত ছিলেন।’
ভবিষ্যৎ বাংলাদেশে যদি নেতৃত্বের প্রশ্ন আসে, তাহলে ছাত্ররাই নেতৃত্ব দেবে বলে জানান নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ‘এই ছাত্ররা সচিবালয়ের নেতৃত্ব দিবে, আর্মিতে নেতৃত্ব দিবে। এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিবে, পার্লামেন্টে নেতৃত্ব দিবে।’
এছাড়া, তিনি আওয়ামী লীগ ও মুজিববাদী নামধারী কোনো শক্তিকে বাংলাদেশে বিরাজ করতে দেওয়া হবে না বলে জানান। সমাবেশে তিনি বলেন, ‘১৮ কোটি মানুষ ৫ তারিখে যে ঐতিহাসিক রায়ের মাধ্যমে জানান দিয়েছিল, বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ নামে এই দেশে কোনো হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে ফায়সালা হয়ে গেছে।’
ভবিষ্যৎ জীবন কোনো কোনো হুমকির মুখে রাখতে চান না জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা অবিলম্বে বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ চাই। আমরা দেখতে পাচ্ছি একটি দল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে।’
সূত্র: https://www.youtube.com/watch?v=UKIz9t-pf88
রাকিব