ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মানবিক করিডোরের নামে কোনো ব্যবস্থা করা যাবে না

প্রকাশিত: ১৪:৫৩, ৩ মে ২০২৫; আপডেট: ১৫:৩৬, ৩ মে ২০২৫

মানবিক করিডোরের নামে কোনো ব্যবস্থা করা যাবে না

ছবি: সংগৃহীত

নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেছেন, “যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আয়োজিত মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, “আপনারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না। যদি জাতি ও হেফাজত নেমে আসে, তাহলে কোনো উপদেষ্টা এ দেশে থাকতে পারবে না।”

ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, “আমাদের দাবি স্পষ্ট। আমরা মুসলিমদের পক্ষ থেকে দাবি করছি, যে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। এই কমিশন রেখে কোনো সংস্কার হবে না। আমরা দাবি করছি, এই কমিশন যে প্রস্তাব পেশ করেছে, তা প্রত্যাহার করতে হবে। জাতি তা প্রত্যাহার করেছে। আর কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, “আমরা দাবি করছি, মানবিক করিডোরের নামে কোনো ব্যবস্থা করা যাবে না। দেশের জনগণের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাদেরকে এড়িয়ে গিয়ে না জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ জনগণ মানবে না, মানবে না।”

ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, “আমরা দাবি করেছি, শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে। আমরা দাবি করেছি, জুলাই-আগস্টে গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে। বিচারের আগ পর্যন্ত তার কোনো নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ থাকতে পারে না।”

শিহাব

×