
ছবি: সংগৃহীত
“ছাত্ররাজনীতি যারা করেন তাদের একাংশ চায় না ছাত্র সংসদ দ্রুত হোক” এমনটাই মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মাহিন সরকার
শনিবার (৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
মাহিন সরকার লিখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাপ্রবাহ বলে দিচ্ছে ছাত্ররাজনীতি যারা করেন তাদের একাংশ চায় না ছাত্র সংসদ দ্রুত হোক। যারা ছাত্রত্ব শেষ করেছে বা শেষের পর্যায়ে আছে তারা প্রতিটি ক্যাম্পাসকে নিরাপদ করতে যতটা না দায়বদ্ধ, তারচেয়ে যাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র পদচারণা শুরু হয়েছে তাদের দায় বেশি দেখি। যত ঘাত প্রতিঘাত আসুক না কেন, সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন আদায়ের এটা খুব উপযুক্ত সময়। নাহলে এই প্রজন্মের নেতৃত্ব সুষ্ঠুভাবে বিকশিত হওয়ার পথ বাধাগ্রস্ত হবে এবং আবারও গণভবনমুখী ছাত্ররাজনীতি চালু হওয়ার সম্ভাবনা থাকবে।
শিহাব