ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ফের দক্ষিণ কোরিয়ায় প্রিয়াঙ্কা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ২ মে ২০২৫

ফের দক্ষিণ কোরিয়ায় প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা জামান

নাটকে অভিনয়, মিউজিক ভিডিও কিংবা বিজ্ঞাপনের মডেল সব মাধ্যমেই আলোচনায় প্রিয়াঙ্কা জামান। প্রিয়াঙ্কার ভাষ্যমতে আজ থেকে সাত বছর আগে তিনি দক্ষিণ কোরিয়াতেই প্রথম স্টেজ শোতে পারফর্ম করেন। দীর্ঘ সাত বছর পর দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫ অনুষ্ঠানের উপস্থাপনা করার পাশাপাশি তিনি পারফর্মও করবেন বলে নিশ্চিত করেছেন।

সেখানকার ইনসন এয়ারপোর্টের পাশেই ইনসন গ্র্যান্ড পার্কে আগামী ৫ মে অনুষ্ঠিত হবে বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫। প্রিয়াঙ্কা জামান বলেন, বিদেশ যাত্রাটা শুরু হয়েছিল আমার দক্ষিণ কোরিয়াতেই। এরপর আরও বহুদেশে শোতে গিয়েছি আমি। তবে খুব ইচ্ছে ছিল যেন আবার দক্ষিণ কোরিয়াতে শোতে যেতে পারি। সেই সুযোগটাই এলো অবশেষে। তবে এবার যেহেতু অনুষ্ঠানের উপস্থাপনা আমাকেই করতে হচ্ছে, তাই এবারের পুরো বিষয়টা আমার জন্য একটু বেশিই চ্যালেঞ্জিং।

কারণ উপস্থাপনার পাশাপাশি স্টেজ শোতে আমাকে পারফর্মও করতে হবে। যে কারণে বিগত বেশ কয়েকদিন উপস্থাপনার জন্য নানান বিষয়ে মগ্ন ছিলাম। আশা করছি পুরো আয়োজনটি ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারব। আগামী ৭ মে দেশে ফিরবেন প্রিয়াঙ্কা। এদিকে প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ডিপজল প্রযোজিত  ‘যেমন জামাই তেমন বউ’। তবে প্রিয়াঙ্কা অভিনীত তিনটি সিনেমা শীঘ্রই শেষ হয়ে মুক্তি পাবে। সেগুলো হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’। 
আড়ং’-এর বিলবোর্ডে প্রথম দেখা মিলে প্রিয়াঙ্কার। জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গেও একটি প্রতিষ্ঠানের রডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এতে কাজ করে অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি। আরিফিন রুমীর ‘এক পলকে’ গানেও মডেল হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার