ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

স্টেজ শোতে অনবদ্য রবি চৌধুরী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ২ মে ২০২৫

স্টেজ শোতে অনবদ্য রবি চৌধুরী

রবি চৌধুরী

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীর সংগীত জগতে পুরোপুরি পেশাগতভাবে যাত্রা শুরু হয় নব্বই দশকের শুরুতে। তবে স্টেজ শোতে তার প্রথম পেশাগতভাবে যাত্রা শুরু হয় ১৯৮৮ সালের বন্যার সময়। বন্যার সময়েই তিনি জেদ্দাস্থ বাংলাদেশ অ্যাম্বাসিতে আয়োজিত শোতে (টিকিটের বিনিময়ে) সংগীত পরিবেশন করেছিলেন। বিটিভিতে রবি চৌধুরী প্রথম রায়হান গফুরের উপস্থাপনায় অন্তরঙ্গ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

রবি চৌধুরী বলেন, আমার সংগীত জীবনের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত দেশে বিদেশে কোটি কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি। যে কোনো পুরস্কারের চেয়ে এই ভালোবাসাটাই খাঁটি। মানুষের ভালোবাসার মাঝেই কিন্তু শিল্পী বেঁচে থাকে। আমি আমার গানের সকল ভক্ত দর্শক শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রোতা দর্শকের জন্য এখনো নতুন নতুন গান করে যাচ্ছি, প্রতিনিয়ত স্টেজ শোতে গান করছি। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন। 
চট্টগ্রামের কবির আহমেদ চৌধুরী (মরহুম) ও লায়লা কবির দম্পতির সন্তান রবি চৌধুরী। তার প্রথম একক গানের অ্যালবাম ‘প্রেম দাও’ প্রকাশিত হয় ১৯৯০ সালের ২৮ মার্চ। সেদিন ছিল রোজার ঈদ। প্রথম অ্যালবাম দিয়েই সারা দেশব্যাপী ব্যাপক সাড়া জাগান তিনি। এই অ্যালবামের সবগুলো গান সেই সময় শ্রোতাদের মনে সাড়া ফেলেছিল।

রবি চৌধুরী প্রথম প্লে-ব্যাক (সিনেমায় গান করা) করেন নাদিম মাহমুদ পরিচালিত ‘আন্দোলন’ সিনেমায়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে ‘মরেছি মরেছি প্রেমে যে পড়েছি’ গানটি গেয়েছিলেন তিনি। পর্দায় গানটিতে লিপসিং করেছিলেন নায়ক বাপ্পারাজ। গানে রবি চৌধুরীর প্রথম হাতেখড়ি হয় চট্টগ্রাম বেতারের শিল্পী, দক্ষিণাঞ্চলের আঞ্চলিক গানের স¤্র্রাট আহমেদ কবির আজাদের কাছে।

এরপর কক্সবাজারে সঙ্গীতায়নে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম আবু বকর সিদ্দিকের কাছে উচ্চাঙ্গী সংগীতে তালিম নেন। এই প্রতিষ্ঠানেই তিনি উচ্চাঙ্গ সংগীতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এরপর ঢাকায় এসে মরহুম খন্দকার নুরুল আলমের কাছে দু’বছর গানে তালিম নেন।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার