ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

এবার বড় পর্দায় ইরফান সাজ্জাদের অভিষেক!

প্রকাশিত: ০৮:১৩, ৩ মে ২০২৫

এবার বড় পর্দায় ইরফান সাজ্জাদের অভিষেক!

ছোটপর্দার সফলতার পর এবার বড় পর্দায় নিজেকে প্রমাণের অপেক্ষায় ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদ, যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন। দর্শকদের ভালোবাসায় তিনি উপহার দিয়েছেন অসংখ্য নাটক। এবার সেই ইরফান সাজ্জাদকে দেখা যাবে বড় পর্দায়। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন তার চলচ্চিত্রে অভিষেকের কথা।

ইরফান সাজ্জাদ বলেন, “ঈদের জন্য ইতিমধ্যেই কিছু কাজ করেছি। 'আলী' সিনেমা তার মধ্যে অন্যতম। আরো কয়েকটি কাজ করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে চার পাঁচটি কাজ হাতে থাকবে, যার মধ্যে আমার সিনেমার মুক্তিও অন্তর্ভুক্ত।”

তিনি আরও বলেন, “আমার নতুন সিনেমা 'আলী' সম্ভবত এই ঈদে মুক্তি পাবে। এ সিনেমার কনসেপ্টটি বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি এবং কোন নায়কও এ ধরনের চরিত্রে অভিনয় করার চেষ্টা করেননি।”

এই সিনেমায় চরিত্রটি নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, “আলী সিনেমায় আমি একজন বোবা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির চরিত্রে অভিনয় করেছি। যার কোন সংলাপ নেই। শুধু সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভাব প্রকাশ করেছি।” তিনি জানান, “এটি একটি বাণিজ্যিক সিনেমা হলেও এর নির্মাণশৈলী বেশ পরীক্ষামূলক।”

টেলিভিশনের একটি প্রোগ্রামের মধ্য দিয়েই মিডিয়ায় অভিষেক ঘটে ইরফান সাজ্জাদের। এরপর মডেল হিসেবে বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। সেইসঙ্গে নাটক নির্মাতাদের নজর কাড়তেই শুরু হয় তার নাটকের যাত্রা। নির্মাতাদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি বরাবরই দর্শকদের ভালো কাজ উপহার দিয়ে আসছেন।

 

 

 

সূত্র:https://tinyurl.com/bd2v2fra

আফরোজা

×