ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

প্রেমিকার হাত ধরে প্রথমবার জনসম্মুখে আমির খান, আলোচনায় নতুন প্রেমের সম্পর্ক

প্রকাশিত: ১৯:৪৮, ৩ মে ২০২৫; আপডেট: ১৯:৫১, ৩ মে ২০২৫

প্রেমিকার হাত ধরে প্রথমবার জনসম্মুখে আমির খান, আলোচনায় নতুন প্রেমের সম্পর্ক

ছবিঃ সংগৃহীত

বলিউড তারকা আমির খান প্রথমবারের মতো তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে নিয়ে এলেন। শনিবার চীনের ম্যাকাও আন্তর্জাতিক কমেডি ফেস্টিভ্যালে এই জুটি একসঙ্গে রেড কার্পেটে হেঁটে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন।

৬০তম জন্মদিনে আমির নিজেই তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তিনি বলেন, ‘গৌরীকে আমি ২৫ বছর ধরে চিনি, কিন্তু আমাদের সম্পর্ক শুরু হয় দেড় বছর আগে। আমরা হঠাৎ মুম্বাইয়ে দেখা করি এবং ধীরে ধীরে কাছাকাছি আসি।

ফেস্টিভ্যালে তারা ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে হাজির হন। আমির পরেছিলেন কালো কুর্তা-পায়জামা ও এমব্রয়ডারি করা শাল, আর গৌরী পরেছিলেন ফুলেল শাড়ি। তারা সারাক্ষণ হাতে হাত রেখে ছিলেন এবং ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন।

তাদের একান্ত মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় আমির গৌরীর হাত ধরে মঞ্চে প্রবেশ করছেন। সেই সঙ্গে তারা চীনা অভিনেতা শেন টেং ও মা লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আড্ডায় মেতে ওঠেন এবং একসঙ্গে ছবি তুলেন।

উল্লেখ্য, আমির বর্তমানে “Laughter is the Best Medicine” নামক একটি আন্তর্জাতিক প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন, যেখানে কমেডির শক্তি ও আন্তঃসাংস্কৃতিক গল্প বলার গুরুত্ব নিয়ে আলোচনা হবে। চীনে তার জনপ্রিয়তা ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ ও ‘দাঙ্গাল’-এর মতো ছবির মাধ্যমে ব্যাপকভাবে বেড়েছে।

এই অনুষ্ঠানটি শুধু তাদের সম্পর্কের প্রথম প্রকাশ্য অভিষেক নয়, বরং বলিউডে একটি নতুন জুটির শুরু হিসেবেও দেখা হচ্ছে।

সূত্রঃ দ্য ইকোনোমিক টাইমস

 

আরশি

×