
ছবি: সংগৃহীত
চলতি বছরের জানুয়ারিতে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে ঘটা করে বিয়ে করেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। যদিও এই বিয়ে শুরু থেকেই নানা বিতর্কে জর্জরিত। অভিনেতার প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে দাম্পত্য থাকাকালীন শোভিতার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন চৈতন্য—এই অভিযোগে নেটদুনিয়া ও ভক্তদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
সম্প্রতি, ‘ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’-এ একসঙ্গে হাজির হন এই তারকা দম্পতি। তাঁদের ছবি প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় ফের গুঞ্জন শুরু—শোভিতার ঢিলেঢালা পোশাক এবং তার সাম্প্রতিক আচরণ দেখে অনেকেই ধারণা করছেন, হয়তো মাতৃত্বের সুখবর আসতে চলেছে।
যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত নাগা কিংবা শোভিতা কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। এর আগে বহু বলি দম্পতির ক্ষেত্রেই বিয়ের পরপরই সন্তানের আগমনের ঘোষণা এসেছে। যেমন—আলিয়া ভাট ও রণবীর কাপুর বিয়ের এক মাসের মাথায় কন্যাসন্তান রাহা আসার খবর জানান। আরও অনেক সেলেব-দম্পতির ক্ষেত্রেই এমন ট্রেন্ড চোখে পড়ে, যা থেকে সাধারণ দর্শকও অনুমান করতে পিছপা হন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে কিছু মজার ও ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেন চৈতন্য-শোভিতা।
প্রশ্ন করা হয়: “ভুল করলে কে আগে ক্ষমা চান?”
উত্তরে শোভিতা বলেন, “সব সময় আমি।”
চৈতন্য বলেন, “আমি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় বিশ্বাসী নই।”
কে ভালো রান্না করেন?
চৈতন্য বলেন, “আমাদের কেউই রান্না করি না।”
শোভিতা জানান, নাগা রাতে তার জন্য কফি ও হট চকোলেট বানান।
মজারভাবে চৈতন্য বলেন, “ওগুলোকে রান্না বলে না, এগুলো ন্যূনতম শিক্ষা।”
তাতে শোভিতাও হেসে সম্মতি জানান।
এই জুটি বিয়ের পর থেকেই প্রচুর আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁদের ছবি, সাক্ষাৎকার, এমনকি সামাজিক মাধ্যমে পোস্ট করা ছোট ছোট ইঙ্গিতও নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। ভক্তরা এখন অপেক্ষায়—এই ‘সুখবর’ নিয়ে তাঁরা সরাসরি কিছু বলেন কি না।
ফারুক