ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

অভিনয়কে বিদায় জানালেন ক্যাটরিনা!

প্রকাশিত: ১৩:২৬, ১৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৩:৩১, ১৩ ডিসেম্বর ২০২৪

অভিনয়কে বিদায় জানালেন ক্যাটরিনা!

ছবি: সংগৃহীত

সম্প্রতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তৃতীয় বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেছেন। বিশেষ দিনে ভিকি-ক্যাটরিনা একসঙ্গে ছুটি কাটানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন। গত কয়েক বছর ধরে অভিনয়ে তেমন একটা নিয়মিত দেখা যায় না ক্যাটরিনাকে। বলিউডে গুঞ্জন, অভিনেত্রী নাকি অভিনয়কে বিদায় জানিয়েছেন।

২০২১ সালে ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা এবং ভিকি। সে বছরই মুক্তি পায় ক্যাটরিনা অভিনীত ছবি ‘সূর্যবংশী’। পরবর্তী তিন বছরে একটি করে ছবি মুক্তি পেয়েছে অভিনেত্রীর— ‘ফোন বুথ’, ‘টাইগার ৩’ এবং ‘মেরি ক্রিসমাস’। চলতি বছর জানুয়ারি মাসে মুক্তি পায় ‘মেরি ক্রিসমাস’।  তার পর থেকে ক্যাটরিনা নতুন কোনও ছবির ঘোষণা করেননি। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, বিয়ের পর পরিবারকেই সময় দিচ্ছেন ক্যাটরিনা। 

জানা যায়, নিজের প্রসাধনী ব্যবসার পাশাপাশি পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। অভিনয়ে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত। 

 

শিহাব

×