ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

অভিনয় ছাড়ছেন ক্যাটরিনা!

প্রকাশিত: ১৩:৩৭, ২৯ নভেম্বর ২০২৪; আপডেট: ১৩:৩৮, ২৯ নভেম্বর ২০২৪

অভিনয় ছাড়ছেন ক্যাটরিনা!

ছবি: সংগৃহীত

পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে পরিবারের সঙ্গে  বিদেশে অবকাশ যাপন করতে দেখা গেছে। কখনও সহশিল্পীদের সঙ্গে কোনো অনুষ্ঠানে তার দেখা মিলছে। কিন্তু পেশাগত কোনো কাজে নেই তিনি।

সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওতে অভিনেত্রীর কণ্ঠে শোনা যায় তিনি শিগগিরই ক্যামেরার পেছনে কাজ শুরু করতে চলেছেন। নতুন পেশায় নতুনভাবে দেখা যাবে তাকে। কিছু দিনের মধ্যেই কাজ নিয়ে একটি ঘোষণা দেবেন তিনি। শুধুই কণ্ঠস্বর নয়, ভিডিওতে স্লাইডে লেখা ‘স্টে টিউন’, সঙ্গে লোগো আর একটি দৃশ্য। ভিডিও ভাইরাল হলে পরীক্ষা করে দেখা গেছে, সেটি আসলে ভুয়া ভিডিও। এআই প্রযুক্তির সহযোগিতায় অভিনেত্রীর কণ্ঠস্বর নকল করে, তার অভিনীত সিনেমার দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে।

এ ব্যাপারে এখনও কোনো বিবৃতি মেলেনি ক্যাটরিনার কাছ থেকে। তবে কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পরিচালনায় না আসলেও প্রযোজনায় আসার ইচ্ছে রয়েছে তার।

 

শিহাব

×