ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

কাঁকড়ায় অরুচি হিরো আলমের!

প্রকাশিত: ০১:০৮, ৮ নভেম্বর ২০২৪

কাঁকড়ায় অরুচি হিরো আলমের!

হিরো আলম। ছবি:সংগৃহীত

সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে কাঁকড়ার প্রতি অনীহা প্রকাশ করতে দেখা গেছে বাংলাদেশের আলোচিত-সমালোচিত নায়ক হিরো আলমকে।
রিয়া মনি নামক এক পেইজবুক পেইজ থেকে প্রকাশিত কয়েক সেকেন্ডের এক ভিডিওতে দেখা যাচ্ছে, হিরো আলম ও সেই নারী (রিয়া মনি) এক রেস্তোরাঁয় বসে আছে এবং উক্ত নারীকে কাঁকড়া খেতে দেখা যাচ্ছে। 

ভিডিওতে হিরো আলম বলছে যে, সে কাঁকড়া খেলেও আমি মাছ খাচ্ছি। পরবর্তীতে ওই নারী যখন বলে, তুমিও খাও কাঁকড়া। তখনই হিরো আলম বিরক্তির সুরে বলে উঠে যে, কাঁকড়া কি মানুষ খায় নাকি!
ভিডিওতে হিরো আলম কাঁকড়ার প্রতি তার ঘৃনাকে মৌখিক অঙ্গভঙ্গি দিয়ে জানান দেয়।

নাহিদা

×