
সংগৃহীত
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাসের হার ও GPA-5 উভয় ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। কিন্তু কোন বোর্ড সবচেয়ে ভালো করেছে? বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণে উঠে এসেছে কিছু চমকপ্রদ তথ্য।
সবচেয়ে এগিয়ে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, যেখানে পাসের হার ছিল ৭৩.৬৩ শতাংশ—যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এ বোর্ড থেকে ৪,৯৪৮ জন শিক্ষার্থী GPA-5 পেয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার হয়েছে ৬৮.০৯ শতাংশ এবং GPA-5 পেয়েছে ৯,০৬৬ জন শিক্ষার্থী। তুলনামূলকভাবে ভালো ফল করেছে এ বোর্ডও, যদিও সামগ্রিকভাবে শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় চিত্রটি কিছুটা ভিন্ন।
সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮.০৪ শতাংশ। বোর্ডভেদে পার্থক্য থাকলেও কিছু বোর্ডে ফলাফল ছিল আশানুরূপ নয়। বিশেষ করে ঢাকা বোর্ডের কিছু কেন্দ্রে পাসের হার উল্লেখযোগ্যভাবে কম ছিল, যা শিক্ষাবিদদের মধ্যে প্রশ্ন তুলেছে।
মেয়েরা এবারও ছেলেদের তুলনায় ভালো ফল করেছে। মেয়েদের গড় পাসের হার ৭১.০৩ শতাংশ, যেখানে ছেলেদের ছিল ৬৫.৮৮ শতাংশ। GPA-5 এর দিক থেকেও মেয়েরা এগিয়ে—৭৩,৬১৬ জন ছাত্রী পেয়েছে সর্বোচ্চ গ্রেড, যেখানে ছেলেদের মধ্যে এই সংখ্যা ৬৫,৪১৬।
শিক্ষামন্ত্রী বলেছেন, “পাসের হার কমে গেলেও এর মানে এই নয় যে শিক্ষার মান কমেছে। বরং আমরা মূল্যায়নের ক্ষেত্রে আরও কঠোর ও মানসম্মত হতে চেষ্টা করছি।”
ফলাফল পাওয়া যাচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd এবং এসএমএসের মাধ্যমে। ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই থেকে ১৭ জুলাই ২০২৫ পর্যন্ত।
এই বছর পাসের হার ও ফলাফলের বৈচিত্র্য আমাদের শিক্ষা ব্যবস্থার নতুন বাস্তবতা ও মূল্যায়ন প্রক্রিয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে। বোর্ডভিত্তিক ফল বিশ্লেষণ করে বুঝা যায়, কারিগরি ও মাদ্রাসা বোর্ড শিক্ষার্থীরা কিছুটা স্থিতিশীল ও ভালো প্রস্তুত ছিল। অন্যদিকে, বড় বোর্ডগুলোর মধ্যে ঢাকার কিছু কেন্দ্র পিছিয়ে থাকায় সার্বিক গড় কমেছে।
ফলাফলের পরবর্তী ধাপ এখন একাদশ শ্রেণিতে ভর্তি। ফলাফলের ভিত্তিতে আবেদন প্রক্রিয়া ও কলেজভর্তির প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই।
হ্যাপী