ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বিদ্যালয়ের প্রথম গোল্ডেন জিপিএ- ৫ আফরোজার

মো:সাইফুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, আখাউড়া

প্রকাশিত: ০০:৩৫, ১১ জুলাই ২০২৫

বিদ্যালয়ের প্রথম গোল্ডেন জিপিএ- ৫ আফরোজার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্মমঠ উচ্চ বিদ্যালয় থেকে এ বছরই এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো কোনো শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ পদ্ধতি চালু হওয়ার পর এ বিদ্যালয় থেকে কেহ গোল্ডেন জিপিএ-৫ পায়নি।

জিপিএ- ৫ পাওয়া ওই শিক্ষার্থী নাম  আফরোজা আক্তার রাইসা।  তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আব্দুল হান্নান। তাদের বাড়ি দক্ষিণ টনকী গ্রামে। আফরোজার এই সাফল্যে পরিবার তথা এলাকার মানুষ, বিদ্যালয় সংশ্লিষ্টরা খুব খুশি হয়েছেন। বিদ্যালয় থেকে প্রথমবারের মতো গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার বিষয়টি সবার মুখে মুখে। আফরোজা মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। 

আখাউড়ায় এ বছর এসএসসিতে পাশের হার ৬১.৭৪  মোট জিপিএ-৫ পেয়েছে বিদ্যালয় থেকে ৫৫ জন, ইউনিয়ন পর্যায়ে গ্রামের বিদ্যালয় অনুযায়ি ফলাফল অনেক ভালো করেছে কর্মমঠ উচ্চ বিদ্যালয়। ৭৮.৭৯ হারে পাশের দিক থেকে বিদ্যালয়টি উপজেলায় তৃতীয়। বিদ্যালয়টি থেকে ৬৬ জন পরীক্ষা দিয়ে ৫২ জন পাস করে। 

আফরোজা আক্তার রাইসা বলেন, গোল্ডেন জিপিএ-৫ পেতে কঠোর অধ্যবসায় করতে হয়েছে। আমাকে ক্ষুদ্র পরিশ্রম করতে হয়েছে।  শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা পেয়েছি। বাবা মায়ের দোয়া ও সার্পোট পেয়েছি। আমি সকলের দোয়া প্রার্থী। ভবিষ্যতে আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। 

আফরোজার বাবা আব্দুল হান্নান বলেন, আমার মেয়ের প্রতি আমার বিশ্বাস ছিল যে সে ভালো রেজাল্ট করবে। আমার মেয়ে আমার আশা পূরণ করেছে। 'তার  ফলাফলে আমি খুব খুশি। পড়াশুনায় আমার মেয়ের আগ্রহ ছিলো বেশ। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্তপ্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, আসলে মেয়েটা খুব মেধাবী সে প্রতিদিন স্কুলে আসত। 'আমাদের বিদ্যালয় থেকে এটা একক সবচেয়ে ভালো ফলাফল।  এর আগে জিপিএ-৫ অনেকে পেলেও গোল্ডেন জিপিএ প্রথম। মানবিক বিভাগ থেকে সে যে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে তার নামটা স্কুলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 

আঁখি

×