ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কুমিল্লা বোর্ডে একটি স্কুলে কেউ পাস করেনি, ১০০% পাস মাত্র ২২টিতে

মীর শাহ আলম, কুমিল্লা

প্রকাশিত: ১৯:২২, ১০ জুলাই ২০২৫

কুমিল্লা বোর্ডে একটি স্কুলে কেউ পাস করেনি, ১০০% পাস মাত্র ২২টিতে

কুমিল্লা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার ঘোষিত  এসএসসি পরীক্ষার ফলাফলে বোর্ডের আওতাধীন ৬ টি জেলার মধ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি বিদ্যালয়ে পরীক্ষার্থীদের মধ্যে কেউ পাশ করেনি। শতভাগ  পাস  করেছে মাত্র ২২ টি প্রতিষ্ঠানে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের  চেয়ারম্যান প্রফেসর মো. সামসুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। জানা গেছে, 
জেলার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল  ৩২ জন শিক্ষার্থী। বোর্ডের ঘোষিত ফলাফলে এদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। অপরদিকে  কুমিল্লার শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার ১ হাজার ৭৯৯টি স্কুলের মধ্যে এবার শতভাগ  শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে মাত্র  ২২ টি প্রতিষ্ঠানে। যাহা মোট প্রতিষ্ঠানের মাত্র ১দশমিক ২২শতাংশ। কুমিল্লার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম সাংবাদিকদের  জানান,  ফলাফলের এমন বৈচিত্র এবং শূন্যভাগ পাশের  বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনা করে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #মীর  শাহ আলম কুমিল্লা।

Jahan

×