ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০ শতাংশ, শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যায় বড় ধস

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

প্রকাশিত: ১৬:৫২, ১০ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৫৪, ১০ জুলাই ২০২৫

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩.৬০ শতাংশ, শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যায় বড় ধস

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ কম। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

তিনি জানান, এ বছর কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী।

বিভাগ অনুযায়ী পাসের হার:
বিজ্ঞান বিভাগ: ৮৮.০১%
মানবিক বিভাগ: ৪৬.৭৭%
ব্যবসায় শিক্ষা বিভাগ: ৫৩.৯২%

চেয়ারম্যান জানান, ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

তবে উদ্বেগজনক বিষয় হলো, গত বছরের তুলনায় এই বোর্ডে পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি এবং শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। ২০২৪ সালে বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ১০০ জন এবং শতভাগ পাস করা প্রতিষ্ঠান ছিল ৯৮টি। এবছর সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ২২টিতে। শূন্যভাগ পাসের প্রতিষ্ঠান একটি।

ফল প্রকাশ অনুষ্ঠানে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানজানা

×