ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবেন যেভাবে!

প্রকাশিত: ১৫:১৮, ১০ জুলাই ২০২৫

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবেন যেভাবে!

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের (২০২৪) ৮৩.০৪ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

পাসের হার ও জিপিএ-৫ কম হওয়ায় অনেক শিক্ষার্থীই ফল নিয়ে অসন্তুষ্ট থাকতে পারে। এ অবস্থায় তারা খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত। এ জন্য টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে।

আবেদনের পদ্ধতি হলো: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে —
RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড থাকলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে (যেমন: ১০১,১০২)।

প্রতিটি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) থেকে জানা যাবে।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী জানিয়েছেন, ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন শুধুমাত্র টেলিটক নম্বর থেকেই করা যাবে।

শিহাব

×