ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফুলে ফাঁপিয়ে মার্ক দেওয়ার দিন শেষ, আজ দুপুর দুইটায় এসএসসির ফলাফল প্রকাশ!

রুমান হাসান তামিম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা

প্রকাশিত: ১৩:১৩, ১০ জুলাই ২০২৫; আপডেট: ১৩:১৯, ১০ জুলাই ২০২৫

ফুলে ফাঁপিয়ে মার্ক দেওয়ার দিন শেষ, আজ দুপুর দুইটায় এসএসসির ফলাফল প্রকাশ!

ছবি: সংগৃহীত

ফুলে ফাঁপিয়ে মার্ক দেওয়ার দিন শেষ—চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টা থেকে প্রকাশ করা হবে।

১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘ফল পুরোপুরি প্রস্তুত। কারিগরি বিষয়গুলোও সব যাচাই প্রক্রিয়া শেষ। বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে ফল ঘোষণা করা হবে। তবে এবারের পরীক্ষার ফলাফল কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে না।’

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে সাধারণ বোর্ডের শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৪ লাখ ৯০ হাজার, মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার।

শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল বলেন, 'ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট প্রকাশের কারণে ছাত্র-ছাত্রীদের প্রকৃত মূল্যায়ন করা হয়না। অতীতে আমরা দেখেছি শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিত, প্রকৃত মূল্যায়নে তাদের রেজাল্ট প্রকাশ করা হতো। কিন্তু গত ১৬ বছরে যে সরকার ছিল, তাদের আমলে সরকারের সাফল্য দেখানোর জন্য ছাত্র-ছাত্রীদের নম্বর বাড়িয়ে দিয়ে জিপিএ ৫-এর সংখ্যা বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে ফল প্রকাশ করা হতো। এমনকি সেই ফল প্রকাশ নিয়ে এক ধরনের ফটোসেশনের আয়োজন ছিল রাষ্ট্রপ্রধানের। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার ফলাফলের বই নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে যেতেন এবং প্রধানমন্ত্রী তখন তাদের নিয়ে ফটোসেশন করে রেজাল্ট প্রকাশ করতেন। আমাদের অন্তর্বর্তী সরকার এটাকে বাহুল্য মনে করছে এবং এটা থেকে সরে এসে শিক্ষার্থীদের পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দিয়েছে। এবার ফল প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের আনুষ্ঠানিকতা থাকছে না। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজেরাই তাদের কার্যালয় থেকে শিক্ষার্থীদের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের রেজাল্ট পাবে।’

ফলাফল জানার তিনটি মাধ্যম:

ফলাফল জানার জন্য শিক্ষার্থীদের জন্য তিনটি প্রধান পদ্ধতি চালু রাখা হয়েছে:

১. অনলাইন ওয়েবসাইট:
শিক্ষার্থীরা কেন্দ্রীয় ফলাফল সাইট www.educationboardresults.gov.bd কিংবা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে। তবে ফল প্রকাশের সময় সার্ভারে চাপ পড়ায় ধৈর্য ধরে একাধিকবার চেষ্টা করতে হতে পারে।

২. এসএমএস:
যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
উদাহরণস্বরূপ:

সাধারণ বোর্ড: SSC <বোর্ডের সংক্ষিপ্ত নাম> <রোল> 2025 পাঠিয়ে দিন 16222 নম্বরে (যেমন: SSC DHA 123456 2025)।

মাদ্রাসা বোর্ড: Dakhil MAD <রোল> 2025

কারিগরি বোর্ড: SSC TEC <রোল> 2025

৩. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে:
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ নির্ধারিত পদ্ধতিতে বোর্ড ওয়েবসাইটে লগইন করে প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করে নোটিশ বোর্ডে ফলাফল টানিয়ে দেবেন। শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে সরাসরি ফল জানতে পারবে।

পুনঃনিরীক্ষার সুযোগ: 

ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ১১ জুলাই ২০২৫ থেকে ১৭ জুলাই ২০২৫ পর্যন্ত টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন। সাধারণ বোর্ডে আবেদন ফি: প্রতি বিষয় ১২৫–১৫০ টাকা (সূত্রভেদে পার্থক্য রয়েছে)।

ফলাফল শুধু একটি সংখ্যা নয়—এটি একজন শিক্ষার্থীর অধ্যবসায়, ঘাম, স্বপ্ন আর ভবিষ্যতের পথে এগিয়ে চলার এক শক্তিশালী সোপান। এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে একটি প্রজন্ম তাদের মেধার প্রকৃত প্রতিফলন দেখবে—ফুলিয়ে-ফাঁপিয়ে নয়, বরং স্বচ্ছতার আলোয় উদ্ভাসিত সত্য মূল্যায়ন।

আবির

×