ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

চবি শিক্ষককে লাঞ্ছিতকারী ১২ছাত্রী বহিষ্কার

প্রকাশিত: ১১:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

চবি শিক্ষককে লাঞ্ছিতকারী ১২ছাত্রী বহিষ্কার

ছবি:সংগৃহীত

চবি শিক্ষককে লাঞ্ছিতকারী ১২ছাত্রী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকের প্রতি সহিংসতার জন্য আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসা চবি শিক্ষককে লাঞ্ছিতকারী ১২বহিষ্কার ছাত্রীর মধ্যে  এনায়েত এমিকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তার সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় আরও ৯ জন শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ধর্ম অবমাননার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে একজনকে দুই বছরের এবং আরেকজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। 

 

 

 

 

 

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভাটি উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। 

 

 

 

 

 

 

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফও বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে  আফসানা এনায়েত এমি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলীর গায়ে হাত তোলেন, এবং একই সময়ে আটজন নারী শিক্ষার্থী অন্যান্য শিক্ষকদের ও সাংবাদিকদের হেনস্তা করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা-
আফসানা এনায়েত এমি (আইন ২০১৮-১৯) স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল ছাড়াও শিক্ষক ও সাংবাদিক হেনস্তায় দুই বছরে জন্য বহিষ্কার হয়েছেন যারা-

 

 

 

 

 

১. সুমাইয়া শিকদার (মার্কেটিং ২০২১-২২)
২. ফারজানা ইয়াসমিন পুতুল (ব্যাংকিং ২০১৯-২০)
৩. ফৌজিয়া আহমেদ পল্লী (সিএজে ২০১৮-১৯)
৪. জান্নাতুল মাওয়া মিথিলা (ক্রিমিনোলজি ২০২০-২১)

 

 

 

 


৫. এলিসা স্বর্ণা চৌধুরী (মেরিন সায়েন্স ২০১৭-১৮)
৬. রওজাতুল জান্নাত নিশা (ক্রিমিনোলজি ২০১৭-১৮)
৭. ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা (চারুকলা ২০২২-২৩)

 

 

 

 

 

 

 


৮. উম্মে হাবিবা বৃষ্টি (ক্রিমিনোলজি ২০১৮-১৯)
৯. মাইসারা জাহান ইশা (ওশানোগ্রাফি ২০২২-২৩)

আঁখি

×